আমার নোবেল ফিরিয়ে দিন - দাবী জানিয়ে হাওড়া ব্রীজের পিলারে উঠে পড়লেন মহিলা : হুলুস্থুল কান্ড রবিবাসরীয় সন্ধ‍্যায়

7th June 2020 কলকাতা
আমার নোবেল ফিরিয়ে দিন - দাবী জানিয়ে হাওড়া ব্রীজের পিলারে উঠে পড়লেন মহিলা : হুলুস্থুল কান্ড রবিবাসরীয় সন্ধ‍্যায়


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  আমার নোবেলটা ফিরিয়ে দিন । সেটি রয়েছে অর্মত‍্য সেনের কাছে । আবার কখনো বলছেন রিসার্চ পেপার চুরি হয়ে গেছে সেটা ফিরিয়ে দিন । এসব বলেই হাওড়া ব্রীজের চার নম্বর পিলারে চড়ে বসলেন এক মহিলা । রবিবারের সন্ধ‍্যায় মহিলাকে নিয়ে সরগরম হয়ে র ইলো হাওড়া ব্রীজ । লকডাউনের মধ‍্যেও থমকে গেল যানবাহন । পুলিশ দমকলবাহিনী ঘটনাস্থলে এসে ঘন্টা খানেকের চেষ্টায় নিচে নামালেন ওই মহিলাকে । মানসিক ভারসাম‍্যহীন বলেই অনুমান । পরিবারের সাথে যোগাযোগের চেষ্টা করছে পুলিশ । নর্থ পোর্ট থানায় নিয়ে যাওয়া হয়েছে মহিলাকে । প্রাথমিক কথা বার্তায় মহিলা তার নাম ডলি ঘোষ বলে জানিয়েছেন । সেটা আদৌ সঠিক কিনা তার খোঁজ শুরু হয়েছে । দঃ ২৪ পরগণার অশোকনগর এলাকার বাসিন্দা বলে জানিয়েছেন তিনি ।

আকস্মিক ঘটনাকে ঘিরে রবিবাসরীয় সন্ধ‍্যায় হুলুস্থুল কান্ড হাওড়া ব্রীজে । লকডাউনের মধ‍্যে খুব বেশী ভীড় নেই । তবুও আচমকা ঘটনায় হতচকিত হয়ে যান পুলিশ কর্মীরাও । সমস‍্যার সমাধান না হলে আবার সেতুতে উঠবেন বলে হুঁশিয়ারি দিয়েছেন ওই মহিলা ।





Others News

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের

পর্ণশ্রীতে মা ও ছেলের নৃশংস খুনের কিনারা পুলিশের


নিজস্ব সংবাদদাতা ( কলকাতা ) :  পর্ণশ্রীতে মা-ছেলেকে নৃশংভাবে খুনের কিনারা। ধৃতদের একজন সন্দীপ দাস(৩২) ও অন্যজন সঞ্জয় দাস(৪৪)। বাড়ি মহেশতলা থানার শ্যামপুরের ঘোষপাড়া তে। জেরায় তারা অপরাধের কথা কবুল করেছে। রবিবার সাংবাদিক বৈঠকে এমনটাই জানালেন জয়েন্ট সিপি ক্রাইম।

গ্রেফতার মৃতার দুই মাসতুতো ভাই। ধৃতদের বাড়ি মহেশতলায়। জেরায় অপরাধ কবুল করেছে ধৃতরা। ধৃতদের অনেক টাকা ধার হয়ে গিয়েছিল। মৃতের পরিবারের কাছে অনেক টাকা, গয়না ঘরে ছিল এমনই ধারণা ছিল ধৃতদের। পরিকল্পনা করেই বাড়িতে গিয়েছিল ধৃতরা। ধৃতরা জানত, ওই সময়ে তাদের দিদি সুস্মিতা মন্ডল একা থাকত। মাকে খুনের সময় ছেলে তমজিৎ মন্ডল দেখে ফেলে, সেইজন্যই ছেলেকে খুন। জানালেন জয়েন্ট সিপি ক্রাইম মুরলিধর শর্মা।
ধৃত সন্দীপ দাস ও অন্যজন সঞ্জয় দাস কে আগামীকাল আলিপুর আদালতে তোলা হবে।